পশ্চিমবঙ্গ সরকার
Basirhat Police District
Close

INTERNATIONAL WOMENS DAY 2025

International Womens Day 2025

ইংরেজি ৮ ই মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' কে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য বসিরহাটের ঐতিহ্যবাহী টাউন হলে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে নারী কেন্দ্রীক বিষয়ে একটি মনোগ্রাহী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাননীয় পুলিশ সুপার, ডক্টর হোসেন মেহেদী রহমান আইপিএস, মহাশয় নিজে এই কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত ১৭ টি স্কুলের ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক সহ বসিরহাট মহাকুমার শীর্ষ আধিকারিকরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । টানটান উত্তেজনার শেষে মাটিয়া থানার ধান্যকুড়িয়া হাই স্কুল এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগী প্রতিযোগিনী ছাড়াও তাদের অভিভাবক এবং সাধারণ দর্শকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ।