মিনাখাঁ থানা, বসিরহাট পুলিশ জেলা-র উদ্যোগে ১২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে। নিজেদের মূল্যবান মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বসিরহাট জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা ও সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ ।
ইংরেজি ৮ ই মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' কে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য বসিরহাটের ঐতিহ্যবাহী টাউন হলে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে নারী কেন্দ্রীক বিষয়ে একটি মনোগ্রাহী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাননীয় পুলিশ সুপার, ডক্টর হোসেন মেহেদী রহমান আইপিএস, মহাশয়
ন্যাজাট থানা-তে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে চিকিৎসারত রোগীদের মধ্যে চশমা বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও । আমাদের এই পদক্ষেপ এলাকার স্বাস্থ্য এবং কল্যাণে নতুন মাত্রা যোগ করেছে। এই প্রয়াসকে সফল করার জন্য আমরা সমস্ত সহায়তাকারীদের
On 31/01/2025, the closing ceremony of Road Safety week was conducted by Basirhat Police District in association with Sub-Divisional Administration in which a Rally was organized from Basirhat Boat Ghat to Town Hall followed by SDSL awareness Drama & Quiz
হাসনাবাদ থানার পক্ষ থেকে ৩৩টি উদ্ধার হওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDPO হাসনাবাদ , যিনি স্বয়ং মোবাইলগুলির হস্তান্তর করেন। এছাড়াও, মোবাইল ব্যবহারকারীদের সাইবার অপরাধ, অনলাইন ব্যাংকিং জালিয়াতি, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা ও
খোলাপোতা STG-এর উদ্যোগে SDSL সচেতনতা হেলমেট বিতরণ ও ট্রাফিক সিগন্যাল কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন Dy SP Traffic , সাব ইন্সপেক্টর সেলিম রেজা ও খোলাপোতা STG-এর অন্যান্য সদস্যরা। এই উদ্যোগ ট্রাফিক রোড সেফটি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের কর্মসূচির অংশ,
সম্প্রতি সরুপনগর থানার গোপালপুর গ্রামের এক বাসিন্দা বসিরহাট সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানান যে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই দফায় মোট ৬০,৫৫১ টাকা কেটে নেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই, বসিরহাট সাইবার ক্রাইম থানার আধিকারিকরা
গত ইং ১৩/১২/২০২৪ তারিখে সদরপুর নিবাসী শরিফুল মন্ডল হাড়োয়া থানায় এসে তার টোটো চুরি হয়ে যাওয়ার একটি অভিযোগ দায়ের করেন । এই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানাতে একটি মামলা রুজু হয় এবং হাড়োয়া থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর প্রেমাংশু মন্ডল এই মামলার
হাসনাবাদ ব্লকের জয়েন্ট বিডিও ও হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (IC) এলাকার বিভিন্ন আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিশুদের পুষ্টি ও শিক্ষার মান যাচাই করা। পাশাপাশি, সেন্টারগুলোর কার্যক্রম আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা