সম্প্রতি সরুপনগর থানার গোপালপুর গ্রামের এক বাসিন্দা বসিরহাট সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানান যে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই দফায় মোট ৬০,৫৫১ টাকা কেটে নেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই, বসিরহাট সাইবার ক্রাইম থানার আধিকারিকরা অবিলম্বে এফআইআর রুজু করে দ্রুত তদন্ত শুরু করেন। আধুনিক প্রযুক্তি ও বিশেষ দক্ষতার সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই প্রতারণার উৎস চিহ্নিত করে, সম্পূর্ণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে পুরো টাকা ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে জমা করা হয়েছে।
অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হলে দেরি না করে নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন।