পশ্চিমবঙ্গ সরকার
Basirhat Police District
Close

সড়ক নিরাপত্তার উদ্যোগ: হেলমেট বিতরণ ও ট্রাফিক সিগন্যাল সচেতনতা কর্মসূচি

সড়ক নিরাপত্তার উদ্যোগ: হেলমেট বিতরণ ও ট্রাফিক সিগন্যাল সচেতনতা কর্মসূচি

খোলাপোতা STG-এর উদ্যোগে SDSL সচেতনতা হেলমেট বিতরণ ও ট্রাফিক সিগন্যাল কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন Dy SP Traffic , সাব ইন্সপেক্টর সেলিম রেজা ও খোলাপোতা STG-এর অন্যান্য সদস্যরা।

এই উদ্যোগ ট্রাফিক রোড সেফটি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের কর্মসূচির অংশ, যার লক্ষ্য সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

সড়ক নিরাপত্তার প্রতি সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন!