পশ্চিমবঙ্গ সরকার
Basirhat Police District
Close

টোটো ও মোবাইল ফোন উদ্ধার

টোটো ও মোবাইল ফোন উদ্ধার

গত ইং ১৩/১২/২০২৪ তারিখে সদরপুর নিবাসী শরিফুল মন্ডল হাড়োয়া থানায় এসে তার টোটো চুরি হয়ে যাওয়ার একটি অভিযোগ দায়ের করেন । এই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানাতে একটি মামলা রুজু হয় এবং হাড়োয়া থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর প্রেমাংশু মন্ডল এই মামলার তদন্তভার নিয়ে একজন অভিযুক্তকে আটক করে এবং তার কাছ থেকে ওই অভিযোগে উল্লেখিত টোটো সহ আরো তিনটি টোটো উদ্ধার করেন । আজ ইং ২৬/১২/২০২৪ তারিখে হাড়োয়া থানা থেকে এস.ডি.পিও মিনাখা শ্রী কৌশিক বসাক ও সি.আই হাড়োয়া শ্রী অভিজিৎ হাইত মহাশয়ের উপস্থিতিতে ও মহামান্য আদালতের আদেশ অনুসারে উদ্ধার করা টোটো গুলি তাদের মালিক পক্ষের হাতে তুলে দেওয়া হল । এছাড়াও গত দুই মাস ধরে উদ্ধার করা মোট 30 টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিক পক্ষের হাতে তুলে দেওয়া হল ।